About Us
Notion of the Youth is The Way of the Future
Meherpur Bhabna is an independent organisation. Young people of Meherpur are with this voluntary plartform. Along with the rising youngsters Meherpur Bhabna is committed to fulfill our goals. The slogan of this movment is "Notion of the Youth is The Way of the Future"
Projects of Bhabna
Eid Ullash
Mehendi Utshob
Eid Ullash Part 3
Eid Upohar part 2
Eid Anondo
Gifts for Flood Affected
It's not how much we give, but how much love we put into giving.
~ Mother Teresa
Gallery
What people say about Bhabna
মেহেরপুর ভাবনা একটি অরাজনৈতিক সমাজকল্যাণমূলক সংগঠন হিসেবে নিজেদের পরিচয় দিয়েছে। তাদের কাজের মূল লক্ষ্য হল সমাজের বিভিন্ন স্তরের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা।
কিছু উল্লেখযোগ্য কার্যক্রম:
ঈদ উল্লাস: এই কর্মসূচির মাধ্যমে তারা দরিদ্র ও অসহায় শিশুদের জন্য নতুন জামা-কাপড় এবং মুদি সামগ্রী বিতরণ করে। মাত্র ১০ টাকায় এই সুবিধা দেওয়া হওয়ায় এই কর্মসূচিটি বেশ প্রশংসিত হয়েছে।
শীতার্থদের জন্য উপহার: শীতকালে সংগঠনটি শীতবস্ত্র এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করে দরিদ্র মানুষদের সহায়তা করে।
বাংলাদেশ 2.0 তে গ্র্যাফিটি: সংগঠনটি স্বাধীন বাংলাদেশ 2.0 এ গ্র্যাফিটির মাধ্যমে সামাজিক বার্তা প্রচার করে।
শিশুদের জন্য কুইজ: শিশুদের মধ্যে জ্ঞানের প্রসার ঘটাতে তারা নিয়মিত কুইজ প্রতিযোগিতা আয়োজন করে।
সার্বিক মূল্যায়ন:
মেহেরপুর ভাবনা একটি সক্রিয় সমাজকল্যাণমূলক সংগঠন হিসেবে নিজেদের প্রমাণ করেছে। তাদের বিভিন্ন কর্মসূচি সরাসরি সমাজের দুঃস্থ মানুষের কল্যাণে কাজ করে। বিশেষ করে ঈদ উল্লাস এবং শীতার্থদের জন্য উপহার বিতরণের মতো কর্মসূচিগুলি দরিদ্র শিশু ও পরিবারগুলোর জন্য বেশ উপকারী।
Sadat Us Sami
Meherpur Bhabna
মেহেরপুর ভাবনা একটি অরাজনৈতিক সংগঠন। যেখানে ভালো কাজ করা হয় এবং অসহায় মানুষদের সাহায্য করা হয়। এবং এটাই মেহেরপুর ভাবনার মূল লক্ষ্য।
যেমন শিশুদের নিয়ে ঈদ উল্লাস, শীতকালের উৎসব, ইত্যাদি এগুলা সবই করা হয় মানুষের কথা ভেবে।
এছাড়া মেহেরপুর ভাবনার সব থেকে ভালো লাগার বিষয় আমার কাছে মনে হয় সেটা হলো মেহেরপুর ভাবনা আরো অনেক মানুষের সাহায্য করে থাকে,তাদের ব্যাপারে পেজে পোষ্ট করা হয় না বা জানানো হয় না সবাইকে ওই সকল মানুষের আত্মসম্মান রক্ষার্তে।
আমি মন থেকে দোয়া করি মহান আল্লাহ তালার কাছে মেহেরপুর ভাবনা যেনো এভাবেই কাজ চালিয়ে যেতে পারে।
Fairuj Anika
Meherpur Bhabna
মেহেরপুর ভাবনা একটি অনন্য যুব সংগঠন যা মানবতার সেবায় নিবেদিত। এই সংগঠনটি সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্ন পূরণের পাশাপাশি, অসহায় মানুষের চিকিৎসা সেবায় সহযোগিতা, শীতবস্ত্র বিতরণ, শিশুদের শিক্ষায় সহায়তা এবং নারীদের উপহার প্রদানের মাধ্যমে অসংখ্য মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে এসেছে।
"তারুণ্যের ভাবনায় আগমীর সূচনা" স্লোগানটি বাস্তবায়িত করার জন্য মেহেরপুর ভাবনা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। প্রতিটি কার্যক্রমে তাদের আন্তরিকতা এবং মানবিকতা চোখে পড়ে। বিশেষ করে, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষায় সহযোগিতা এবং শীতকালে দরিদ্রদের পাশে দাঁড়ানোর প্রয়াস সত্যিই প্রশংসনীয়।
মেহেরপুর ভাবনার মতো উদ্যোগগুলো সমাজে ইতিবাচক পরিবর্তন আনার জন্য অত্যন্ত প্রয়োজন। এই সংগঠন আমাদের শেখায় যে, একটি ছোট উদ্যোগও কীভাবে বড় পরিবর্তনের সূচনা করতে পারে।
আমি মেহেরপুর ভাবনার সাফল্য কামনা করি এবং তাদের কার্যক্রমে অংশ নিতে বা সহায়তা করতে সবাইকে আহ্বান জানাই।
মেহেরপুর ভাবনা, তারুণ্যের হাত ধরে একটি সুন্দর আগামীর পথে।
Ratul Ahmed
Chief Coordinator, Bhabna
আমি আপাতত হচ্ছে ২০২১ সাল থেকে মেহেরপুর ভাবনার সাথে যুক্ত আমার একটা বিষয় অনেক বেশি ভালো লাগে মেহেরপুর ভাবনার প্রতিটা মেম্বারই যথেষ্ট আন্তরিক, এবং দায়িত্বশীল। আর মেহেরপুর ভাবনার করে চলা দায়িত্বশীল কাজগুলো আমার অনেক বেশি ভালো লাগে। প্রতিটি উদ্যোগ অতুলনীয় 🤍
Baseera
Meherpur Bhabna
মেহেরপুর ভাবনা তারুণ্যের শক্তিতে ভর করে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, চিকিৎসা সেবা, শীতবস্ত্র বিতরণ, এবং নারীদের উপহার প্রদানের মতো মহৎ কাজে অবিরাম কাজ করে যাচ্ছে। তাদের স্লোগান, "তারুণ্যের ভাবনায় আগমীর সূচনা," সত্যিকার অর্থেই প্রতিফলিত হয় তাদের প্রতিটি উদ্যোগে।
এই সংগঠনের মানবিক প্রচেষ্টা সত্যিই অনুপ্রেরণাদায়ক। মেহেরপুর ভাবনা একটি সুন্দর ও মানবিক সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করছে।
Shajid Ahmed
CSO, SparkX Digital Ltd.